মাদরাসার পথ পরিক্রমা ২০১০ থেকে ২০২৩
২০১০/২০১১
২০১০ ইং মোতাবেক ১৪৩১ হি. রামপুরা জামতলায় ভাড়া বাড়িতে ৫ জন উস্তাদ ও ২৩ জন
ছাত্রের মাধ্যমে ইবতেদায়ী থেকে নাহবেমীর পর্যন্ত ইদারার শুভ সূচনা।
২০১১/২০১২
১. প্রথমবারের মত ইদারার আরবী, বাংলা ও ইংরেজী এ তিন ভাষায় দেয়াল পত্রিকার প্রকাশ। উক্ত তিন ভাষাতেই বক্তৃতা প্রশিক্ষণ মজলিসের সূচনা।
২. 13 ই এপ্রিল হযরতের চির আকাঙ্ক্ষিত এলাকা আফতাবনগরে স্থানান্তরের উদ্দেশ্যে প্রথম বাৎসরিক মাহফিলের আয়োজন আফতাবনগর ‘সি’ ব্লকে।
৩. বছরের শেষে প্রথম সমাপনি অনুষ্ঠান ও তাকবীরে উলা, তাহাজ্জুদ, দেয়ালিকা, বাৎসরিক বক্তৃতা প্রতিযোগিতা ও মেধা তালিকার পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
৪. হেদায়াতুন্নাহু থেকে মেশকাত জামাত পর্যন্ত দরসের এফতেতাহ।
২০১২/২০১৩
১. জামতলা থেকে হযরতের প্রতীক্ষিত ও আকাঙ্ক্ষিত এলাকা আফতাবনগরের ‘ই’ ব্লকে টিনসেট ও ভাড়া বাড়িতে মাদ্রাসা স্থানান্তর।
২. বিস্তৃত পরিসরে জামিয়ার মাকতাবার সম্প্রসারণ এবং জামিয়ার তাকমীল জামাত ও ইফতা
বিভাগের শুভ সূচনা।
২০১৩/২০১৪
১. আফতাবনগরের ‘এম’ ব্লকে স্থায়ী জমি ক্রয়ের জন্য জমির বায়না প্রদান। যার পরিমাণ ১০ কাঠা
এবং মূল্য ২ কোটি ৫৫ লাখ টাকা।
২. বাংলাদেশে প্রথম অত্র জামিয়ায় দাওয়া বিভাগের সূচনা।
২০১৪/২০১৫
সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে সর্বস্তরের মানুষ বিশেষ করে দীন মজুরদেরকে প্রশিক্ষিত মুয়াল্লিমদের মাধ্যমে
কালেমা,নামাজ ও কিরাতের মশক এবং জরুরী মাসআলা মাসায়েলের শিক্ষা দানের উদ্দেশ্যে তিন
দিনব্যাপী ইসলাহী মাহফিলের সূচনা।
২০১৫/২০১৬
১. মাদরাসার ক্রয়কৃত ১০ কাঠা জমির ৫ কাঠাতে জামিয়ার অস্থায়ী মসজিদ নির্মাণ এবং আংশিক মাদরাসা স্থানান্তর।
২. বাংলাদেশে সর্বপ্রথম আন্তর্জাতিক ফিক্বহী সেমিনারের আয়োজন। যার বিষয়বস্তু ছিল “মিডিয়ায় ওলামায়ে
কেরামের অংশগ্রহণ”।
২০১৬/২০১৭
১. বাকি ৫ কাঠাতে অস্থায়ী মাদরাসা নির্মাণ ও ভাড়া বাড়ি থেকে স্থায়ী জায়গায় সম্পূর্ণরুপে স্থানান্তর।
২. হযরতের পরামর্শে আল্লামা ফরীদ উদ্দীন মাসউদ দা. বা. এর মাধ্যমে জাতীয় দ্বীনি মাদরাসা
শিক্ষার্বোড বাংলাদেশ প্রতিষ্ঠা এবং আমাদের হযরতকে উক্ত বোর্ডের মহাসচিব নির্ধারণ।
৩. ৬ বোর্ডের সমন্বয়ে আল-হাইআতুল উলয়া লিল-জামি’আতিল কওমিয়া বাংলাদেশ বোর্ডের প্রথম
কেন্দ্রীয় পরীক্ষায় পুরো বাংলাদেশে অত্র জামিয়ার ছাত্র মাও. ইলয়াস হুসাইন এর প্রথম স্থান
অধিকার।
২০১৭/২০১৮
২য় বার আন্তর্জাতিক ফেকহী সেমিনারের আয়োজন। যার বিষযবস্তু ছিল:-
১. হুরমতে মুসাহারা।
২. তাফবীযে তালাক ।
৩. মিডিয়ায় ওলামায়ে কেরামের অংশগ্রহণ
২০১৮/২০১৯
১. প্রথমবারের মত সারা বাংলাদেশে অত্র জামিয়ার ফিদায়ে মিল্লাত রহ. এর স্মরণে তাঁর খলিফার
২৭ জনের ২৩ জনকে একত্রিত করা।
২. ০২/১১/২০১৮ ইং তারিখে জামিয়ার স্থায়ী জমিতে দশতলা ভবনের কাজের সুচনা।
৩. তৃতীয় বার ফিকহী সেমিনারের আয়োজন। যার বিষয়বস্তু ছিল, তাফবিযে তালাক।
