দৃষ্টি আকর্ষণ

মে ২২, ২০১৯

বিশেষ আবেদন
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ
মুহতারাম/ মুহতারামা,
সালামবাদ আরজ এই যে, ‘আল জামিয়াতুল ইসলামিয়া ইদারাতুল উলূম আফতাবনগর মাদরাসা’ একটি আদর্শ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ও উচ্চতর ইসলামী গবেষণা কেন্দ্র। প্রতিষ্ঠানটি জহুরুল ইসলাম সিটি আফতাবনগরে অবস্থিত।
আল্লাহ তা‘য়ালার আশেষ মেহেরবানীতে মক্তব, হিফজ বিভাগসহ ইবতেদায়ী তথা প্রাইমারি ক্লাস থেকে মাদরাসা শিক্ষার সর্বোচ্চ ক্লাস দাওরায়ে হাদীস (মাস্টার্স) পর্যন্ত এবং দাওরায়ে হাদীসে উত্তীর্ণ ছাত্রদের ইসলামী আইন শাস্ত্রে বিশেষ পারদর্শী করে গড়ে তুলতে ফতোয়া এবং দা‘ওয়া বিভাগ রয়েছে। 

আলহামদুলিল্লাহ! বছরের শুরু থেকে এপর্যন্ত ২৮ জন অভিজ্ঞ শিক্ষকের তত্ত্বাবধানে ১২ টি বিভাগে প্রায় ৩৫০ জন ছাত্র অধ্যায়নরত আছে। আগামী শিক্ষাবর্ষে ৫০০ জন ছাত্রের ভর্তির পরিকল্পনা রয়েছে। এছাড়াও আপনি জেনে আনন্দিত হবেন যে, অত্র প্রতিষ্ঠানের ছাত্র কওমী মাদরাসার সর্বোচ্চ ক্লাস দাওরায়ে হাদীস (মাস্টার্স) এ ২০১৭ইং এর পরীক্ষায় সারা বাংলাদেশের ৬ বোর্ডের সমন্বিত বোর্ড আল হাইআতুল উলয়া এর প্রায় বিশ হাজার পরীক্ষার্থীদের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে। পাশাপাশি প্রতি বছরই আমাদের বহু ছাত্র জাতীয় বোর্ড পরীক্ষাসমূহে ঈর্ষণীয় ফলাফল অর্জন করতে সক্ষম হয়েছে। 

আমরা জানি এ ধরনের দ্বীনি প্রতিষ্ঠানগুলোর সার্বিক প্রয়োজন নিষ্ঠাবান, খোদাভীরু ও শিক্ষানুরাগী মুসলমান ভাই- বোনদের আন্তরিক দোয়া ও সহযোগিতায় পূরণ হয়ে থাকে। অধিকন্তু প্রতিষ্ঠানটি নতুন যওয়ায় এর আর্থিক প্রয়োজন অনেক বেশি। এছাড়া প্রতিষ্ঠানটি নতুন হলেও দ্বীনি খেদমতের সকল অঙ্গনে সক্রিয় ভূমিকা রাখার এক বিশাল পরিকল্পনা রয়েছে। 

প্রতিষ্ঠানের এ বিশাল পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে আফতাবনগর প্রজেক্টের এম ব্লকে প্রতিষ্ঠানটির নিজস্ব জায়গায় মসজিদ-মাদরাসা কমপ্লেক্সের নির্মাণ কাজ চলছে। মাদরাসার সকল খাতে সহযোগিতার হাতকে সম্প্রসারিত করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি।

অত্র প্রতিষ্ঠানের এতীম-গরীব, মেধাবী ছাত্রদের ফ্রি থাকা-খাওয়ার জন্য লিল্লাহ ফান্ড এর ব্যবস্থা রয়েছে। এতে প্রতি মাসে প্রায় ৮,৭৫,০০০ (আট লক্ষ পচাত্তর হাজার) টাকা খরচ হয়। আগামী শিক্ষাবর্ষে ২৫০ জন গরীব, মেধারী ছাত্রের ফ্রি থাকা-খাওয়ার ব্যবস্থার পরিকল্পনা রয়েছে। এতে প্রতি ছাত্রের মাসিক ৩৫০০ (তিন হাজার পাঁচশত) টাকা করে বছরে ৪২,০০০ (বিয়াল্লিশ হাজার) টাকা লাগবে। এ হিসেবে বছরে ২৫০ জন ছাত্রের খরচ লাগবে ১,০৫,০০০০০ (এক কোটি পাঁচ লক্ষ) টাকা।

অতএব, আসন্ন রমযানুল মোবারক উপলক্ষে এক বা একাধিক ছাত্রের খরচ অথবা সাধ্যমত আপনার যাকাত, ফিতরা, ছদকা ও অন্যান্য দান মাদরাসার লিল্লাহ ফান্ডে দান করতঃ এতীম ও গরীব ছাত্রদের দ্বীনি শিক্ষায় সহযোগিতা করার জন্য বিনীত আবেদন জানাচ্ছি।

বিশেষভাবে উল্লেখ্য যে, প্রতিষ্ঠানটির নিজস্ব জায়গায় মসজিদ-মাদরাসা কমপ্লেক্সের নির্মাণ কাজ চলছে। এর প্রথম চার তলা মসজিদ হবে আর অন্যান্য তলা মাদরাসার দ্বীনি শিক্ষার কাজে ব্যবহৃত হবে। আর আমরা জানি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে মসজিদ নির্মাণ করবে আল্লাহ তায়ালা তার জন্য জান্নাতে একটি প্রাসাধ নির্মাণ করে দেবেন”। সেই লক্ষ্যে আল্লাহর সন্তুষ্টির জন্য এবং নিজ ও আপনজনের সদকায়ে জারিয়া ও পরকালের সাওয়াবের আশায় এক বা একাধিক জায়নামাজের জায়গার খরচ দিয়ে মসজিদ নির্মাণে আপনিও শরীক থাকতে পারেন।

মাদরাসার হিসাব নং
আল জামিয়াতুল ইসলামিয়া ইদারাতুল উলূম ঢাকা
০৪৫১১২০০৬০৫৮৪
আল আরাফাহ ইসলামী ব্যাংক, প্রগতি স্মরণী, বাড্ডা শাখা

নিবেদক
মুফতী মোহাম্মদ আলী
প্রিন্সিপাল, অত্র মাদরাাসা
০১৭১২২২৩৯২৬(বিকাশ)

এক নজরে নির্মানাধীন কমপ্লেক্স


নির্মানাধীন ভবন






Blogger দ্বারা পরিচালিত.